Home » আশাশুনি মায়ের কবরের পাশে অঝোরে কান্না করছে তোষিকে কাইফু

আশাশুনি মায়ের কবরের পাশে অঝোরে কান্না করছে তোষিকে কাইফু

কর্তৃক Satkhiralive.com

নিজস্ব প্রতিনিধি: সমাজ কল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি’র স্নেহজন ও আশাশুনি উপজেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু’র মাতা শামছুন্নাহার(৫০) ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন চিকিৎসা রত অবস্থায় ৫ই জুলাই শুক্রবার সকালে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মরহুমা শামছুন্নাহার আশাশুনি উপজেলার হাজরাখালি রফিকুল ইসলামের স্ত্রী এবং তারিকুল ইসলাম ও তোষিকে কাইফু’র মাতা।শুক্রবার আছর বাদ পাশ্ববর্তী কলিমাখালি মরহুমার বাবার বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।মৃত্যু কালে স্বামী ও দুই ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।দুই ছেলে মাকে অসম্ভব ভাল বাসতেন।দাফন করে সবাই চলে গেলেও ছোট ছেলে তোষিকে কাইফু’র কান্না যেন থামছে না।মায়ের বিভিন্ন স্মৃতি চারণ করে রাতে দিনে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কান্না করেছে।মায়ের শিখানো পবিত্র কুরআনের বিভিন্ন সূরা তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করছে।তোষিকে কাইফু তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.