Home » এনসিটিএফ ও ইয়ুথ মেন্টর সাতক্ষীরা’র চিত্রাংকন প্রতিযোগিতা, গাছ রোপণ 

এনসিটিএফ ও ইয়ুথ মেন্টর সাতক্ষীরা’র চিত্রাংকন প্রতিযোগিতা, গাছ রোপণ 

কর্তৃক Satkhiralive.com
ইব্রাহিম খলিল : “আমাদের প্রিয় বন্ধু গাছ” এই স্লোগানকে সামনে রেখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ও ইয়ুথ মেন্টর সাতক্ষীরা জেলার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছ রোপণ কর্মসূচি করা হয়েছে।
বুধবার (৫জুন) দুপুরে সাতক্ষীরা সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এ কর্মসূচি করা হয়।
ক্যাম্পেইকে কেন্দ্র করে শিশু অর্থাৎ আগামীর বাংলাদেশকে পরিবেশ সম্পর্কে সচেতন এবং গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে শিশুদেরকে গাছ রোপনে উদ্বুদ্ধ করা হয়।
ক্যাম্পাইনে অংশগ্রহণ করেন সিলভার জুবলি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা, জেলা এনসিটিফ এর কার্যনির্বাহী ও সাধারণ সদস্য এবং ইয়ুথ মেন্টরগণ।
এসময় তারা জানান, ক্যাম্পেইনটির মাধ্যমে ছোট্ট ছোট্ট শিশুদের গাছের প্রতি আগ্রহ এবং ভালোবাসা তৈরি হবে। যাতে সুরক্ষিত ও নিরাপদ থাকব আমরা এবং আমাদের প্রিয় পৃথিবী।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.