Home » সাতক্ষীরায় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি’র প্রতিবাদে ভূমিহীন সমিতি’র পথ সভা

সাতক্ষীরায় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি’র প্রতিবাদে ভূমিহীন সমিতি’র পথ সভা

কর্তৃক CsCSJekovzvW

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষরা জেলা ভূমিহীন সমিতি ও শেখ রাসেল স্মৃতি ক্লাবের উদ্যোগে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি’র প্রতিবাদে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ডা. লুকাস পান্ডে, ডা. গোলাম কিবরিয়া, খন্দকার মামুন হোসেন, হাইদার আলী, রিজাউল, আলমগীর হোসেন, নারী নেত্রী মাফুজা, শাকিলা, পারিভন ও রাবেয়া প্রমূখ।বক্তারা বলেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে ভূমিহীন পরিবারের সদস্যদের পাশাপাশি দরিদ্র মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ৫ টাকার জিনিস ৫০ টাকা হয়ে গেছে। সরকারের মন্ত্রীরাও এখন কিছুটা নমনীয় সুরে স্বীকার করছেন যে জিনিসপত্রের দাম বেসামাল। তাঁরা সামাল দিতে পারছেন না সিন্ডিকেটের দৌরাত্ম্যে। এই সিন্ডিকেট কারা? তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে সরাসরি জনগণের পকেট কাটছে। তাই গরিব নিম্নবিত্ত-মধ্যবিত্তদের সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য কেনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা আরও বলেন, টিসিবি পণ্য ক্রয়ে ডিলারের স্বজনপ্রীতি ও অনিয়মের ছড়াছড়ি। ভোর রাতে লাইনে দাঁড়িয়েও নারী-পুরুষ পাচ্ছে না টিসিবি পণ্য। তাই পণ্য সঠিকভাবে বিতরণ তদারকি করতে মনিটারিং জোরদার করা প্রয়োজন। এছাড়াও সাতক্ষীরা জেলা প্রশাসনের তথ্যমতে ভূমিহীন মুক্ত সাতক্ষীরার কয়েকটি উপজেলা। অথচ ভূমিহীন পরিবারের ছড়াছড়ি। তাই তাদের তালিকা সঠিকভাবে পুনরায় প্রস্তুত করে মুজিব বর্ষের ঘর প্রদান করার আহবান জানান বক্তারা।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.