Home » সেলস্ এক্সিকিউটিভ পদে চাকরি (সাতক্ষীরা, খুলনা, যশোর)

সেলস্ এক্সিকিউটিভ পদে চাকরি (সাতক্ষীরা, খুলনা, যশোর)

কর্তৃক Satkhiralive.com

নিয়োগ বিজ্ঞপ্তি:আর এন এ্যাপারেলস এর অধিনে সেলস্ এন্ড মার্কেটিং বিভাগে সেলস্ এক্সিকিউটিভ কিছু সংখ্যক পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সৎ পরিশ্রমী প্রার্থীদের নিম্নবর্ণিত জি-মেইলে আগামী ১৬ই মে ২০২৪ তারিখ বিকাল ৫টার মধ্যে
সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার প্রার্থীদের ছবিসহ সিভি প্রেরন করার জন্য অনুরোধ করা হলো।শিক্ষাগতা যোগ্যতা এসএসসি / এইচএসসি পাশ। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।বেতন আলোচনা সাপেক্ষ। সাক্ষাতকারের সময় পাসপোর্ট সাইজের ৩কপি ছবি, শিক্ষাগতা যোগ্যতার সনদপত্র, নাগরিক সনদপত্র, এনআইডি সঙ্গে আনতে হবে।সাক্ষাৎকারের সময় ১৭/০৫/২০২৪ তারিখ সকাল ৯ঘটিকা।

যোগাযোগের ঠিকানা
প্রধান কার্যালয়
আর এন এ্যাপারেলস
অফিস:হোল্ডিং নং ১০৮/১(ক), দক্ষিণ দেয়ানা (মোড়লপাড়া),দৌলতপুর,খুলনা।
মোবাইল-০১৯৫১-৭৭১১১২
জি-মেইল: amajkhulna20121@gmail.com
চাকরির ক্ষেত্রে কেউ অর্থিক লেনদেন করিলে সাতক্ষীরা লাইভ দায়ী থাকবে না।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.