Home » আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ বঙ্গের স্বনামধন্য ইসলামী বক্তা মাওলানা রুহুল আমিন নিহত

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ বঙ্গের স্বনামধন্য ইসলামী বক্তা মাওলানা রুহুল আমিন নিহত

কর্তৃক Satkhiralive.com

নিজস্ব প্রতিনিধি:আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ওয়ায়েজীন ও মসজিদের ঈমাম মাওলানা মোঃ রুহুল আমিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় শ্রীউলা মাদ্রাসা মোড়ে এ দদুর্ঘটনা ঘটে। দক্ষিণ বঙ্গের স্বনামধন্য ইসলামী বক্তা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের মাওলানা রুহুল আমিন (৪০) ঘটনার সময় শ্রীউলা মাদ্রাসা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১.৫০ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মাগরিব বাদে মাড়িয়ালা নিজ গ্রামে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।এসময়  আত্মীয় স্বজন ও অসংখ্য  শুভাকাঙ্ক্ষীরা প্রিয় হুজুর কে এক নজর দেখতে ও শেষ বিদায় দিতে উপস্থিত ছিলেন।নিহত মাওলানা মোঃ রুহুল  আমিন মাড়িয়ালা গ্রামের মৃত আব্দুল হাকিম মোল্যার ছেলে। জীবদ্দশায় তিনি হাজরাখালী জামে মসজিদের পেশ ঈমামও অধ্যক্ষ- মাড়িয়ালা ইফতেদায়ী মাদ্রাসা।দক্ষিণ অঞ্চলের মধ্যে ইসলামী সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে আশাশুনিতে শোকের ছাড়া নেমে এসেছে। মরহুমের পরিবার সকলের নিকটে দোয়া কামনা করেছেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন