Home » তালায় ব্র্যাকের সহযোগিতায় স্বপ্ন দেখছে শারিরীক প্রতিবন্ধী সাকিল

তালায় ব্র্যাকের সহযোগিতায় স্বপ্ন দেখছে শারিরীক প্রতিবন্ধী সাকিল

কর্তৃক CsCSJekovzvW
নিজস্ব প্রতিনিধি:অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল নিয়ে প্রতিবন্ধিতা জয় করে এগিয়ে যাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী সাকিল শেখ।শারীরিক প্রতিবন্ধীতাকে পাশ কাটিয়ে তিনি ছুঁতে চান চূড়ান্ত সাফল্যের চূড়াকে।সাকিল সাতক্ষীরায় তালা সদর উপজেলার সদর ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আহমেদ আলী শেখের ছেলে।জন্মগতভাবেই সাকিল
শারিরীক প্রতিবন্ধী। ছোটবেলা থেকে দুঃখ, কষ্ট আর বাস্তবতার সাথে লড়াই করে কাটছে তার জীবন। সরকার কর্তৃক প্রদত্ত খাস জমিতে একটি ছোটঘরে মা, বড়ভাই এবং বোন নিয়ে বসবাস। বাবা মৃত আহমেদ আলী শেখ মারা যান অনেক বছর আগে। শারিরীক প্রতিবন্ধী হওয়ায় শাকিল শেখ ভারী কাজে অক্ষম। শাকিলের বড় ভাই দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে যে অর্থ উপার্জন করতো, তাতে তাদের তিনবেলা খাবার ঠিকমত জুটতো না,শিক্ষা গ্রহনের কোন সুযোগ পায়নি তিনি।২০২২সালের ফেব্রুয়ারী তে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর মাধ্যমে তালায় ৬ মাস
ব্যাপি এমপিএস ট্রেডের আওতায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ গ্রহন করেন।
সকল বাধাকে জয় করে ইতিমধ্যেই নিজেকে স্বাবলম্বী করে তুলার চেষ্টা করছেন।
শাকিল বর্তমানে তালা বাজারে শফি মার্কেটের দ্বিতীয় তলায় জাহিদ টেলিকমে স্বল্প বেতনে কর্মচারী হিসাবে কাজ শুরু করেছেন। নিজে অর্থ উপার্জন করে সংসার খরচের পাশাপাশি স্থানীয় একটি বেসরকারী ব্যাংকে টাকা সঞ্চয় করেন। শাকিলের ভবিষ্যত পরিকল্পনা মোবাইল সার্ভিসিং এর কাজটা ভালোভাবে আয়ত্ব করে নিজে একটি মোবাইল সার্ভিসিং এর দোকান দিয়ে অন্যদের কাজের সূযোগ তৈরী করে দেওয়া।সাকিলের পরিবার তার পাশে দাড়ানোর সকলের নিকট অনুরোধ করেছেন।
ব্র্যাকের জেলা সম্বন্য়ক এ এস কে আশরাফুল মাশরুদ বলেন শাকিল শেখ তার নিজের মেধা দিয়ে এবং ব্র্যাক এর সহযোগিতায় র পর্যন্ত এসেছে। ভবিষ্যতে ব্র্যাক কর্তৃক অন্যান্য প্রোগ্রাম থেকে তাকে সহযোগিতার মাধ্যমে সে যাতে আরও উন্নতি করতে পারে এ ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন